মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

বিমান হামলায় নিহত ১০

  আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানবিরোধী এক অভিযান চালানোর সময় ভুল করে বিমান হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় রবিবার হেলমান্দ প্রদেশের গেরেশক জেলায় এ অভিযান চালানো হয়। হেলমান্দের গভর্নর হায়াতুল্লাহ হায়াতের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, প্রদেশের গেরেশক জেলায় তালেবানবিরোধী অভিযানের সময় ওই বিমান হামলা হয়।

 

হামলার পরিকল্পনা নস্যাৎ

রাশিয়ার রাজধানী মস্কোতে জিহাদি গোষ্ঠী আইএস’র একটি গোপন সন্ত্রাসী নেটওয়ার্কের সব সদস্যকে আটক করা হয়েছে। নেটওয়ার্কটির সদস্যরা দেশটির বিভিন্ন জনসমাগমস্থল এবং গণপরিবহন অবকাঠামোতে হামলার পরিকল্পনা করছিল বলে ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) গতকাল জানিয়েছে। এফএসবির গণসংযোগ কেন্দ্রের বরাতে বার্তা সংস্থা তাস জানায়, এফএসবি গত ৩০ সেপ্টেম্বর মস্কো অঞ্চলে গোয়েন্দা তত্পরতা চালিয়ে আইএসের একটি নেটওয়ার্কের অবৈধ কর্মকাণ্ড নস্যাৎ করে দিয়েছে। নেটওয়ার্কটি রাশিয়ার কয়েকটি জনসমাগমস্থল ও পরিবহন অবকাঠামোতে বিস্ফোরক ব্যবহার করে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা এঁটেছিল। রাশিয়া টুডে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর