বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কাশ্মীরে বিএসএফ ক্যাম্পে হামলা, সেনাসহ নিহত ৪

ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) একটি ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে এ হামলায় এক ভারতীয় সেনা নিহত এবং সেনাদের পাল্টা গুলিতে তিন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ ই মোহাম্মদের ‘আফজাল গুরু স্কোয়াড’ হামলার দায় স্বীকার করেছে বলে এনডিটিভি জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে সামরিক পরিচ্ছদে সজ্জিত চার কি পাঁচজন হামলাকারীর একটি দল কঠোর নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বিএসএফের পাহাড়ের ওপর থাকা ১৮২ ব্যাটালিয়নের ক্যাম্পটিতে ঢুকে পড়ে। তারা নির্বিচার গুলিবর্ষণের পাশাপাশি গ্রেনেড নিক্ষেপ করে। সেনারা, কুইক অ্যাকশন টিম ও স্পেশাল অপারেশন্স গ্রুপের সদস্যরা হামলাকারীদের কোণঠাসা করার চেষ্টাকালে কয়েক ঘণ্টা ধরে  গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশের শীর্ষ কর্মকর্তা মুনির খান বলেছেন, সন্ত্রাসীদের অবস্থান সুনির্দিষ্টভাবে জানি আমরা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত তিন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর কৌশলগত একটি স্টেশন এবং শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের লাগোয়া ওই ক্যাম্পের ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দিয়েছে এবং হামলাকারীদের ধরতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর