বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ভারতে রোহিঙ্গাদের রিটের শুনানি ১৩ অক্টোবর

রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পিটিশনের শুনানি আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন একটি বেঞ্চ গতকাল এ সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্ট গতকাল জানিয়ে দিয়েছে, কেবল আইনের ভিত্তিতেই উভয়পক্ষের যুক্তিতর্ক শুনবে আদালত। এক্ষেত্রে উভয়পক্ষকেই আবেগঘন বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু বিষয়টির সঙ্গে মানবতা ও মানবাধিকার জড়িত তাই এক্ষেত্রে যথাযথ সম্মান প্রদর্শন করেই শুনানি অনুষ্ঠিত হওয়া উচিত বলে আদালতের মত। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে আদালতকে সহায়তা করার জন্য উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বেঞ্চটি। ভারতের কেন্দ্রীয় সরকার দেশটিতে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে ফেরত পাঠানোর কথা ভাবছে। দেশটির সরকারের বক্তব্য, সেখানে বসবাসরত রোহিঙ্গারা অবৈধ অভিবাসী। তাই তাদের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর কথা ভাবছে দেশটি। কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রী ইতিমধ্যে রোহিঙ্গাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় সরকারের এমন অবস্থান চ্যালেঞ্জ করেই ভারতের দুই রোহিঙ্গা মুসলমান সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন। পিটিআই।

সর্বশেষ খবর