শিরোনাম
বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ হোয়াইট হাউসের

উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে ঠেকাতে দেশটির সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই কথা বলল হোয়াইট হাউস। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে এখন আর কোনো সংলাপ নয় বলে জানিয়েছেন প্রেস সচিব সারাহ স্যান্ডার্স। সম্ভাব্য সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এটা পরিষ্কার করছি এখন সংলাপের সময় নয়।’ তিনি আরও বলেন, ‘যেসব আমেরিকান উত্তর কোরিয়ায় আটক আছেন তাদের ফিরিয়ে আনার বিষয়ে কেবল সংলাপ হতে পারে। এর বাইরে এই মুহূর্তে উত্তর কোরিয়ার সঙ্গে কোনো সংলাপ নয়।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘আমাদের চমত্কার পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে আমি বলেছি যে, ছোট্ট রকেট ম্যানের (উত্তর কোরীয় নেতা কিম জং উন) সঙ্গে আলোচনার চেষ্টা করে সে তার সময় নষ্ট করছে।’ টিলারসনকে নিজের শক্তি সঞ্চয়ের পরামর্শ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘আপনার শক্তি সঞ্চয় করুন রেক্স, আমাদের যা করার আমরা তাই করব।’ চীন সফররত টিলারসন শনিবার জানিয়েছিলেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। এএফপি।

সর্বশেষ খবর