বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

আত্মবিশ্বাসী দুতার্ত...

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চ্যালেঞ্জ করে তা প্রমাণ করতে পারলে ‘আমাকে গুলি করে হত্যা করবেন’ এ মন্তব্য ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের। দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন দেশটির ন্যায়পাল উত্থাপিত অভিযোগের জবাব দিতেই এমন কড়া কথা বলেছেন তিনি। খবর আনাদলু এজেন্সির। দুতের্তে বলেন, ‘আমার সম্পদের পরিমাণ ৭ লাখ ৮১ হাজার ১৯৪ ডলার। এর চেয়ে বেশি সম্পদ খুঁজে পেলে আমাকে গুলি করে হত্যা করুন। আমার যে সম্পদ আছে তা আমার সারা জীবনের আয়। এখন আমার বয়স ৭২ বছর। আমি ২৭ বছর বয়স থেকেই আয় করতে শুরু করি।’

 

লন্ডনে গ্রেফতার মালিয়া

ভারতের শীর্ষ ঋণখেলাপি কিংফিশার গ্রুপের (এখন বিলুপ্ত) প্রধান বিজয় মালিয়া লন্ডনে গ্রেফতার হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম দূরদর্শন নিউজ গতকাল এক প্রতিবেদনে একথা জানিয়েছে। অর্থ পাচারের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবরে বলা হয়। তবে শুনানির জন্য তাকে স্থানীয় একটি আদালতে  উপস্থাপন করা হলে তিনি জামিন পান। ভারতের বিভিন্ন ব্যাংক ঋণবাবদ বিজয় মালিয়ার কাছে প্রায় ৯ হাজার কোটি রুপি পায়। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে ঋণখেলাপির মামলা ঠুকে দেয় প্রতিষ্ঠানগুলো ও এনফোর্সমেন্ট ডাইরেক্টারেট (ইডি)। টাইমস অব ইন্ডিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর