শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নতুন মাত্রায় সৌদি ও রুশ সম্পর্ক

হাজার কোটি ডলারের সামরিক চুক্তি

নতুন মাত্রায় সৌদি ও রুশ সম্পর্ক

বাদশাহ সালমান - প্রেসিডেন্ট পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব সময়ই ভালো সম্পর্ক সৌদি আরবের। এ ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রাশিয়া। তবে এবার রাশিয়ার সঙ্গে এ সম্পর্কে নতুন মাত্রা দিলেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তিনি সফর করছেন রাশিয়া। আর সালমানই প্রথম সৌদি বাদশা যিনি প্রথম রাশিয়া সফর করছেন। এ সফরকে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে অভিমত প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সফরে সিরিয়া সংকটসহ বিভিন্ন আঞ্চলিক, সামরিক, বাণিজ্যিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এ সফরে রাশিয়ার কাছ থেকে হাজার কোটি ডলালের সমরাস্ত্র কেনার চুক্তি করেছেন বাদশা সালমান। এসবের মধ্যে রয়েছে রাশিয়ান এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও চুক্তি অনুসারে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছাড়াও সৌদি আরব রাশিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি রকেট লঞ্চার ক্রয় করা হবে। সৌদি আরবের সামরিক শিল্প প্রতিষ্ঠান সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ (এসএএমআই) জানিয়েছে, সৌদি আরবের সেনাবাহিনী ও সামরিক ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব চুক্তি। এরমধ্যে গত পরশু ক্রেমলিনে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হন সালমান ও পুতিন। সৌদি বাদশাহকে ক্রেমলিনে আমন্ত্রণ জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনার (বাদশাহ সালমান) সফর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।’ পুতিন বলেন, ‘সৌদি আরবের কোনো বাদশা এই প্রথম রাষ্ট্রীয় সফরে রাশিয়া এসেছেন। আজ থেকে ৯০ বছর আগে ১৯২৬ সালে সোভিয়েত ইউনিয়ন সৌদি রাজতন্ত্রকে স্বীকৃতি দেয়। তাই আমাদের জন্য এ সফর খুবই গুরুত্বপূর্ণ।’ রবিবার সৌদি বাদশাহর মস্কো ত্যাগ করার কথা। আলজাজিরা।

সর্বশেষ খবর