শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

হঠাৎ সেনা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে ট্রাম্প

হঠাৎ সেনা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে ট্রাম্প

মার্কিন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওই বৈঠক হয়। মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে হবে। ইরান সম্পর্কে তিনি সেনা কর্মকর্তাদের ধারণা দেন দেশটির সঙ্গে পারমাণবিক যে চুক্তি আছে তা বাতিল করে দেবেন। তবে সূত্রের খবর, রুদ্ধদ্বার ওই বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ঝুঁকি নিয়ে সেনা কর্মকর্তাদের কাছ থেকে মতামত জানতে চান ট্রাম্প। যুদ্ধ বাধলে কতটা ক্ষয়ক্ষতি হবে সে বিষয়ে জানতে চান। ট্রাম্প সেনা কর্মকর্তাদের মতামত দেন, কোনোমতেই উত্তর কোরিয়ার যুদ্ধবাজ প্রেসিডেন্ট কিম জং উনের একাধিপত্য মেনে নেওয়া যাবে না। এতে মার্কিন নাগরিক ও মিত্রশক্তিদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। একটি পারমাণবিক অস্ত্র আমেরিকার বুকে বা আমেরিকার কোনো মিত্ররাষ্ট্রে আছড়ে পড়লে অসংখ্য সাধারণ মানুষ মারা যাবেন। ক্ষতি হবে অপূরণীয়। তাই পিয়ংইয়ংকে রুখতে যা যা করা দরকার, আমেরিকা এখনই করতে চায়।

ইরানের সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে : ইরানের সঙ্গে পারমাণবিক সমঝোতা চুক্তি বাতিল করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ জন্য তিনি চলতি সপ্তাহে এ চুক্তিতে সত্যয়ন না করার ঘোষণা দিতে যাচ্ছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল  রয়টার্স এ তথ্য জানিয়েছে। বাকি স্বাক্ষরকারী দেশ ও ইরান অবশ্য চুক্তিটি চালু রাখতে পারে। ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি পর্যালোচনা আইনে (ইনারা) বলা হয়েছে, মার্কিন প্রশাসন প্রতি তিন মাস পর কংগ্রেসের কাছে ইরান চুক্তির শর্তাবলী মেনে চলছে বলে সত্যায়ন করবে। প্রেসিডেন্ট এতে সত্যায়ন না করলে গোটা বিষয়টি কংগ্রেসের হাতে চলে যাবে এবং ৬০ দিন পর কংগ্রেস ভোটাভুটির মাধ্যমে নতুন করে অবরোধ আরোপ করতে পারবে। আলজাজিরা

সর্বশেষ খবর