রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নিখোঁজ সুইডিশ সাংবাদিক কিমের খণ্ডিত মাথা পাওয়া গেছে

নিখোঁজ সুইডিশ সাংবাদিক কিমের খণ্ডিত মাথা পাওয়া গেছে

নিখোঁজের দুই মাস পর সুইডিশ সাংবাদিক কিম ওয়ালের খণ্ডিত মাথা, পা ও কাপড়-চোপড় পাওয়া গেছে। রাজধানী কোপেনহেগের দক্ষিণ দিকে অবস্থিত কোগে বে (একটি সাগর) থেকে শুক্রবার কিমের শরীরে এসব অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায় বলে সুইডিশ পুলিশ গতকাল জানিয়েছে।

গত ১০ আগস্ট সাবমেরিনার পিটার মাডসেনের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন সাংবাদিক কিম (৩০)। এর এগারদিন পর উদীয়মান এ সাংবাদিকের শরীরের মূল অংশ (টরসো) পাওয়া যায়। তবে শরীরের অন্যান্য অংশ যেমন মাথা, পা এগুলো পাওয়া যাচ্ছিল না। অবশেষে দুই মাস পর এগুলোর খোঁজ পাওয়া প্রসঙ্গে কোপেনহেগেনের পুলিশ পরিদর্শক জেন্স মোলের জেনসেন বলেন, ডুবুরিরা কোগে বে সাগরে কিমের মাথা, পা ও কাপড়সংবলিত কয়েকটি ব্যাগ পেয়েছে। এদিকে, সাবমেরিনার পিটার মাডসেন (৪৬) সাংবাদিক কিমকে হত্যার কথা অস্বীকার করেছেন। হত্যার পর তার দেহ কেটে টুকরো টুকরো করার অভিযোগও নাকচ করে দিয়েছেন তিনি। সাবমেরিনের এক দরজার সঙ্গে আঘাতে কিমের মৃত্যু হয়েছে বলে আদালতে দেওয়া বিবৃতিতে দাবি করেছেন তিনি। তাই পোস্টমর্টেম প্রতিবেদনের সঙ্গে তার এ বক্তব্য সাংঘর্ষিক। বিবিসি। 

সর্বশেষ খবর