রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
সন্ত্রাসে মদদের অভিযোগ

কড়া বার্তা দিতে পাকিস্তানে যাচ্ছেন দুই মার্কিন মন্ত্রী

ফের সন্ত্রাসবাদ বন্ধে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করার নির্দেশ নিয়ে চলিত মাসের শেষের দিকে পাকিস্তান যাচ্ছে ট্রাম্প প্রশাসনের দুই প্রভাবশালী মন্ত্রী। প্রথমে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি ফিরলে যাবেন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। পাকিস্তান যেভাবে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের আশ্রয় দিয়ে চলছে তা আর বরদাস্ত করা হবে না বলে কঠোর মনোভাব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগে ইসলামাবাদকে ‘সন্ত্রাসবাদীদের স্বর্গ’ বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। এবার সেই বিষয়ে আরও কড়া বার্তা দিতেই এই দুই প্রভাবশালী মন্ত্রীকে পাঠাচ্ছেন। তবে পেন্টাগণ থেকে ধারণা দেওয়া হয়েছে। শুধু এই দুজনই নন আরও কয়েকজন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টাকে পাঠানো হবে। ট্রাম্প ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিই পরিবর্তন করার ঘোষণা দেন। নিজের কব্জায় রাখতে এতোদিন পাকিস্তানকে কাড়ি কাড়ি ডলার সাহায্য দেয় আমেরিকা। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর