রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি উত্তর কোরিয়ার

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আবারও নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে দেশটি। ধারণা করা হচ্ছে এ ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে পৌঁছনোর সক্ষমতা রাখবে। পিয়ংইয়ং সফর শেষে রাশিয়ার এক কূটনীতিক শুক্রবার এ তথ্য জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আন্তন মরজভ এবং আরও দুই আইনপ্রণেতা ২ থেকে ৬ অক্টোবর পিয়ংইয়ং সফর করেছেন। মরজভ বলেছেন, তারা (পিয়ংইয়ং) দূরপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এমনকি তারা আমাদের গাণিতিক হিসাবও দেখিয়েছে, যাতে তাদের বিশ্বাস, এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম হবে। তিনি বলেন, ‘আমরা যতদূর বুঝতে পেরেছি, তারা অদূর ভবিষ্যতে আরও একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করতে চাইছে। সার্বিকভাবে তাদের যুদ্ধের মনোভাবে রয়েছে।’ এএফপি।

সর্বশেষ খবর