সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ভারতে কীটনাশকের বিষক্রিয়ায় ২০ কৃষকের মৃত্যু

জমিতে কীটনাশক ছিটানোর পর বিষক্রিয়ায় ভারতের মহারাষ্ট্রে অন্তত ২০ কৃষকের মৃত্যু হয়েছে। কীটনাশক ছিটানোর সময় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় তাদের এমন পরিণতি বরণ করতে হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। কীটনাশকগুলোর মধ্যে কিছু প্রাণঘাতী মিশ্রণ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ার ব্যর্থতা স্বীকার করেছে মহারাষ্ট্র সরকারও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস ক্ষতিপূরণ হিসেবে মৃত প্রত্যেক কৃষকের পরিবারকে  ২ লাখ রুপি দেওয়ার ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য কীটনাশক বিক্রির উপরে নিয়ন্ত্রণ আনতে চলেছে সরকার।

সর্বশেষ খবর