মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পরমাণু অস্ত্রেই মার্কিন হুমকির জবাব দেবেন কিম

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে শায়েস্তা করার কথা বলেছিলেন। কিন্তু সেই হুমকিকে পাত্তা দিলেন না উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, মার্কিন হুমকির পাল্টা জবাব হবে পরমাণু অস্ত্র দিয়ে। তিনি আরও মন্তব্য করেছেন, পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলায় একটি ‘শক্তিশালী প্রতিরোধকামী শক্তি’ হিসেবে কাজ করেছে। একই সঙ্গে তার দেশের সামরিক ইস্যুতে ওয়াশিংটনের সমর্থনে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সঙ্গে এক বৈঠকে কিম বলেছেন, পরমাণু কর্মসূচি তার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুরক্ষা দিয়েছে। রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

সর্বশেষ খবর