শিরোনাম
বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ওয়াশিংটন-সিউল যুদ্ধ পরিকল্পনা চুরি করেছে কিমের হ্যাকার বাহিনী

উত্তর কোরিয়ার বিশেষায়িত হ্যাকার বাহিনী দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কয়েক শ গোপন নথি চুরি করেছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। এসব নথির মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ বাধলে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রস্তুত যৌথ যুদ্ধ পরিকল্পনার বিস্তারিত, উত্তর কোরীয় নেতা কিম জং উনকে ক্ষমতাচ্যুত বা হত্যার লক্ষ্যে আক্রমণ প্রক্রিয়াসহ বহু সংবেদনশীল তথ্য রয়েছে। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিরক্ষা কমিটির সদস্য রি শোল-হির বরাত দিয়ে স্থানীয় দৈনিক ‘চোশান ইলবো’ গতকাল এ কথা জানিয়েছে। তবে দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর মুখপাত্র বিষয়ের গুরুত্ব বিবেচনায় এ খবরের সত্যতা নিশ্চিত করতে অপারগতা জানিয়েছেন।

আইনপ্রণেতা রি হির বরাতে দৈনিকটির খবরে বলা হয়, হ্যাকাররা গত মাসে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর নেটওয়ার্ক হ্যাক করে। এ সময় তারা অতিসংবেদনশীল ২৩৫ গিগাবাইট তথ্যে প্রবেশাধিকার পায়। তিনি দৈনিকটিকে জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীর বিশেষ ফোর্সের জন্য তৈরি যুদ্ধ পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্ষিক যৌথ এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ও জ্বালানি উৎপাদন কেন্দ্রের তথ্যসংবলিত নথিপত্র রয়েছে। তবে হ্যাকিংয়ের শিকার নথির প্রায় ৮০ শতাংশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলেও যোগ করেন তিনি। বার্তা সংস্থা এএফপি অবশ্য প্রতিবেদনটির ব্যাপারে আইনপ্রণেতা রির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পায়নি। তবে তার দফতর জানিয়েছে, খবরে তাকে যথাযথভাবেই উদ্ধৃত করা হয়েছে। এ খবর এমন এক সময়ে প্রকাশিত হলো যখন উত্তর কোরিয়ার ঘনঘন পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে কোরীয় উপদ্বীপে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এএফপি।

সর্বশেষ খবর