বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাতিল হচ্ছে ওবামার জলবায়ু পরিকল্পনা

বাতিল হচ্ছে ওবামার জলবায়ু পরিকল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবেশ বিষয়ক প্রধান স্কট প্রুইট বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের জলবায়ু পরিকল্পনা বাতিল করে দেওয়া হচ্ছে।  ওবামার আমলে করা ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ বাতিল করতে গতকালই প্রস্তাবিত এক আইনে সই করার কথা। সোমবার কেন্টাকি রাজ্যে একটি রাজনৈতিক সমাবেশে এ কথা বলেন ‘এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি’ বা ইপিএ প্রধান প্রুইট। ওবামা প্রশাসন ২০১৫ সালে ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ শীর্ষক ওই পরিকল্পনার অনুমোদন দিয়েছিল। এর আওতায় ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার ২০০৫ সালের তুলনায় ৩২ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে যত কার্বন নির্গমন হয় তার ৪০ শতাংশ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। অবশ্য ওবামা প্রশাসনের পরিকল্পনার বাস্তবায়ন ২০১৬ সালের ফেব্রুয়ারিতেই স্থগিত হয়ে গিয়েছিল। কারণ, সেই সময় সুপ্রিম কোর্ট ওই পরিকল্পনা বাস্তবায়ন বৈধ কিনা তা যাচাই করতে বলেছিল।

বারাক ওবামার বিবৃতি: কঠিন পরিস্থিতিতেও আশাবাদী হিসেবে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা পরিচিত। ট্রাম্প প্যারিস চুক্তি বর্জন করার পর তিনি আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনের উদ্দেশ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলার পথে এগিয়ে চলার প্রেরণা দেন।

 

সর্বশেষ খবর