বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ১০ জনের প্রাণহানি ভস্মীভূত হাজার বাড়ি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রায়ই দাবানলের কবলে পড়ে। তবে এবার দাবানলের কবলে পড়েছে উত্তর ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। এর কবলে পড়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের। আহত কমপক্ষে ১০০। ভস্মীভূত হয়েছে প্রায় দেড় হাজার ঘরবাড়ি, হোটেলসহ বেসরকারি প্রতিষ্ঠান। পুরো এলাকায় এখন ধোয়ায় আচ্ছন্ন। ছাইয়ে ঢাকা পড়েছে রাজ্যের বহু এলাকা। দাবানলের হাত থেকে বাঁচতে ৮টি কাউন্টির ২০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন দফতরের ডেপুটি ডিরেক্টর জ্যানেট আপটন জানিয়েছেন, রবিবার রাত ১০টায় ঘটনার সূত্রপাত। শুষ্ক আবহাওয়ার সঙ্গে ঘণ্টার প্রায় ৫০ মাইল বেগে ঝড়ো হাওয়ায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে। এতে ১৫টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এএফপি

সর্বশেষ খবর