বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শিশু-কিশোরদের মধ্যে স্থূলতা বাড়ছে

শিশু-কিশোরদের মধ্যে স্থূলতা বাড়ছে

বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের মধ্যে মোটা হওয়া বা স্থূলতার প্রবণতা বাড়ছে। গত চার দশকে শিশু ও কিশোরদের মধ্যে স্থূলতার মাত্রা বেড়েছে ১০ গুণ। নতুন গবেষণায় দেখা গেছে, সারা বিশ্বে ১২ কোটি ৪০ লাখ ছেলে-মেয়ে স্থূলতায় আক্রান্ত। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানসেটে সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যে ৫ থেকে ১৯ বছর বয়সী প্রতি ১০ জনের মধ্যে একজন স্থূলতায় আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই স্থূল শিশুরা পরিণত বয়সে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। এসব স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, স্তন ও কোলন ক্যান্সার। ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের গবেষকরা বলেছেন, আগামী ২০২৫ সাল থেকে স্থূলতার কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি সামলাতে খরচের পরিমাণ বছরপ্রতি ৯২ হাজার কোটি ডলার অতিক্রম করবে। এ গবেষণার প্রধান গবেষক ছিলেন লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক মাজিদ ইজ্জাতি। গবেষকরা বলছেন, সস্তা ও ওজন বাড়ায় এমন খাবারের প্রাচুর্য বেড়ে যাওয়ায় স্থূলতার হার বেড়েছে। বিবিসি।

সর্বশেষ খবর