শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘মিয়ানমারকে সহিংসতা বন্ধ করতে হবে’

আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে মিয়ানমারকে  অবশ্যই সহিংসতা বন্ধ করতে হবে। বুধবার হাউস অব কমন্সে এক প্রশ্নের জবাবে দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে একথা জানান। কনজারভেটিভ পার্টির কলচেস্টারের এমপি উইল কুইন্স প্রশ্ন করেছিলেন, কোনো ধরনের চাপ রোহিঙ্গাদের নিপীড়ন বন্ধ ও তাদের নিজ ভূমিতে ফিরে আসার জন্য মিয়ানমার সরকারকে বাধ্য করতে পারে। প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ক্ষেত্রে যা ঘটছে তাতে আমরা গভীর উদ্বিগ্ন। আমরা জানি বাংলাদেশে ৫ লাখের বেশি  রোহিঙ্গা শরণার্থী রয়েছে। রোহিঙ্গাদের সহযোগিতার কথা তুলে ধরে তেরেসা  মে বলেন, আমরা আন্তর্জাতিক উন্নয়ন ও ত্রাণ সংস্থার মাধ্যমে সহযোগিতা প্রদান করছি। আমরা মিয়ানমার রেডক্রসকে অর্থ দিয়েছি। বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে তাদের দ্বিপক্ষীয় সহযোগিতা করছি। রোহিঙ্গাদের নিপীড়ন বন্ধে যুক্তরাজ্যের পদক্ষেপ তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমরা বিষয়টি তিনবার উত্থাপন করেছি।

সর্বশেষ খবর