শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্প আমাদের বিরুদ্ধে ‘যুদ্ধের সলতে’ জ্বালিয়ে দিয়েছেন : উত্তর কোরিয়া


ট্রাম্প আমাদের বিরুদ্ধে ‘যুদ্ধের সলতে’

জ্বালিয়ে দিয়েছেন : উত্তর কোরিয়া

রি ইয়ং হো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধের সলতে’ জ্বালিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। তাই এর জবাব কথা দিয়ে নয়, বরং ‘আগুনের গোলা’ দিয়েই দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রের প্রতি হুশিয়ারি দিয়েছেন তিনি। গত মাসে জাতিসংঘে দেওয়া ট্রাম্পের আগ্রাসী ভাষণের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেছেন উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস পররাষ্ট্রমন্ত্রী রি’র বরাত দিয়ে একথা জানায়। পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার উত্তেজনা বেড়েছে। আর এ উত্তেজনায় অনেকটা ‘আগুনে তেল’ দেওয়ার কাজ করেছেন গত ১৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘে তার ভাষণের মাধ্যমে। যুক্তরাষ্ট্র ও কোরীয় উপদ্বীপে তার মিত্রদের উপর কোনো ধরনের হামলা হলে উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দেওয়া হবে বলে ট্রাম্প তার ভাষণে মন্তব্য করেছিলেন। বার্তা সংস্থা তাস পররাষ্ট্র রি’র বরাতে জানায়, ‘জাতিসংঘে আক্রমণাত্মক ও উন্মাদ বক্তব্যের মাধ্যমে ট্রাম্প, আপনারা বলতে পারেন, আমাদের বিরুদ্ধের যুদ্ধের সলতে জ্বালিয়ে দিয়েছেন। তাই কথা দিয়ে বরং আগুনের গোলা দিয়েই চূড়ান্ত জবাব দেওয়া হবে।’ উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র তৈরির যাত্রার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রি। তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃতঅর্থেই ক্ষমতার ভারসাম্য অর্জন করার আমাদের চূড়ান্ত যে লক্ষ্য সে যাত্রার প্রায় শেষ ধাপে পৌঁছে গেছি আমরা।’  রয়টার্স, সিএনএন।

সর্বশেষ খবর