শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ভারতে মেয়ে হত্যা মামলায় খালাস বাবা-মা

ভারতে মেয়ে হত্যা মামলায়  খালাস বাবা-মা

ভারতে আরুষি হত্যা মামলায় তার বাবা-মা রাজেশ ও নূপুর আরুশি তালোয়ারকে বেকসুর খালাস দিয়েছে এলাহাবাদ হাই  কোর্ট। রায়ে বলা হয়েছে, আরুষিকে তার বাবা-মা হত্যা করেনি। তাছাড়া, গৃহপরিচারক হেমরাজকেও এ দম্পতি খুন করেনি বলেই মনে করছে আদালত। এর আগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) বিশেষ আদালত এ মামলায় তলোয়ার দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই এলাহাবাদ হাইকোর্টের  দ্বারস্থ হন এ চিকিৎসক দম্পতি। গতকাল  হাইকোর্ট রায়ে জানায়, রাজেশ তালোয়ার এবং নূপুর তালোয়ার দোষী নন। ২০০৮ সালের ১৬ মে নয়াদিল্লির শহরতলির নয়ডার নিজ বাড়িতে খুন হয় কিশোরী আরুষি তালোয়ার। ঘরের ভিতর থেকে তার গলাকাটা দেহ উদ্ধার হয়। সে সময় নিখোঁজ ছিল তালোয়ারদের পরিচারক হেমরাজ। দু’দিন পরে ওই বাড়িরই ছাদে পানির ট্যাঙ্ক থেকে হেমরাজের দেহ উদ্ধার হয়। পুলিশের সন্দেহ হয় মেয়ে আরুষিকে হেমরাজের সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে দুইজনকেই খুন করেন রাজেশ ও নুপুর তালোয়ার। কিন্তু তালোয়ারদের অভিযুক্ত করার পক্ষে যথেষ্ট ফরেনসিক প্রমাণ দিতে পারেনি পুলিশ। বিবিসি।

 

সর্বশেষ খবর