শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

তালেবানের বন্দিদশা থেকে অবশেষে উদ্ধার হলো পরিবারটি

আফগান তালেবানের হাতে জিম্মির প্রায় পাঁচ বছর পর এক কানাডিয়ান পরিবারকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সদস্যরা এক অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআর গতকাল এক বিবৃতিতে একথা জানায়। পরে মার্কিন কর্মকর্তারাও একথা নিশ্চিত করেন। কানাডিয়ান আমেরিকান দম্পতি কাইতলান কোলম্যান (৩১) ও জশোয়া বইল (৩৩) ২০১২ সালে আফগানিস্তান ভ্রমণ করতে গিয়ে তালেবানের হাতে অপহূত হন। এরপর থেকেই তাদের বন্দি করে রাখা হয়েছিল। অপহরণের সময় গর্ভবতী ছিলেন কোলম্যান। বন্দিদশায় এ দম্পতির ঘরে আরও দুই সন্তানের      জন্ম হয়।  সিএনএন।

সর্বশেষ খবর