শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের ফেরত না পাঠাতে মোদিকে চিঠি বিশিষ্টজনদের

দীপক দেবনাথ, কলকাতা

রোহিঙ্গাদের ফেরত না পাঠাতে মোদিকে চিঠি বিশিষ্টজনদের

ভারত থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো বিষয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বিশিষ্টজনরা। মোদিকে উদ্দেশ করে লেখা দুই পৃষ্ঠার এ চিঠিটি গতকালই প্রকাশ্যে এনেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। রাজনীতিবিদ থেকে শুরু করে মানবাধিকার নিয়ে কাজ করা আইনজীবী, শিল্পী, ব্যবসায়ী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মোট ৫১ জন ব্যক্তির স্বাক্ষর রয়েছে চিঠিতে। স্বাক্ষরকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ ীয় মন্ত্রী শশী থারুর, আইনজীবী প্রশান্ত ভূষণ প্রমুখ। চিঠির শুরুতেই মিয়ানমারের সেনাবাহিনীর ওপর রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)’এর হামলা এবং তার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৫ আগস্ট রাখাইন প্রদেশে নিরপরাধ রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর অত্যাচারের ঘটনা তুলে ধরা হয়েছে। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় খতিয়ে দেখে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলিরও অভিমত মিয়ানমারের সেনাবাহিনীর দ্বারা এটা একটা জাতিগত নিধন প্রক্রিয়া। নিরপরাধ মানুষকে হত্যা, নারীদের ধর্ষণ, রোহিঙ্গাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার অনেক প্রমাণ রয়েছে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। মোদিকে পাঠানো চিঠিতে বিশিষ্টজনরা উল্লেখ করেছেন, রাখাইন প্রদেশে নতুন করে সহিংসতার কারণে গত দেড় মাসে মিয়ানমার থেকে দেশ ছেড়ে বাংলাদেশে চার লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আর এ সমস্যা পোহাতে হচ্ছে বাংলাদেশকে। ভারত সরকারও মানবিক দিক বিবেচনা করে ‘অপারেশন ইনসানিয়ত’র নামে বাংলাদেশ অনুদান পাঠিয়েছে। তবে চিঠিতে স্বাক্ষরকারী সবাই উদ্বেগের সঙ্গে জানান, রাখাইন প্রদেশ যখন আক্ষরিক অর্থেই জ্বলছে তখন সেই সহিংসতা রোধে আরও জরুরি ও তাত্ক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত। আমরা ভারত সরকারকে অনুরোধ জানাব যে রোহিঙ্গা সংকট মেটাতে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া জোরদার করতে তারা যেন উদ্যোগী ভূমিকা নেয় এবং এমন কোনো কৌশল অবলম্বন করে যাতে এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেওয়া যায়। এর মধ্যে অন্যতম হলো ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের এদেশে থাকতে দেওয়া। ভারতের আশ্রয় নেওয়া প্রায় ৪০ হাজার রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেওয়াটা ভারতের মানবিক নীতি ও ঐতিহ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বাধ্যবাধকতা এবং একইসঙ্গে দেশের সংবিধান বিধানের বিরোধী হবে। তারা খেয়াল করে দেন, বিদেশি নাগরিকদের হুমকিগ্রস্ত গোষ্ঠীকে রক্ষা করতে দেশের কেন্দ্রীয় সরকার সাংবিধানিক ভাবেই বাধ্য।

 

সর্বশেষ খবর