শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

স্যামসাংয়ের প্রধান নির্বাহীর পদত্যাগ

স্যামসাংয়ের প্রধান নির্বাহীর পদত্যাগ

বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ফোন নির্মাণকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওউন ওহিউন পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানটির মালিকের ছেলের কারাদণ্ডের পর তিনি এ ঘোষণা দিলেন। গতকাল স্যামসাংয়ের পক্ষ থেকে ওউন ওহিউনের পদত্যাগের বিষয়টি জানানো হয়। এর আগে ২৫ আগস্ট দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার একটি আদালত স্যামসাংয়ের মালিকের ছেলে লি জে-ইয়ংকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। এর পর থেকে ওউন ওহিউন স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বিসিসি জানায়, পদত্যাগপত্রে ওউন ওহিউন উল্লেখ করেন, স্যামসাংয়ের নতুন নেতৃত্ব গ্রহণের সময় এখনই। সিঙ্গাপুরের প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান কিউইডির কর্মকর্তা রায়ান লিম বলেন, ‘স্যামসাং এখন নেতৃত্ব সংকটে পড়েছে।’ বিবিসি।

সর্বশেষ খবর