শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সুপ্রিম কোর্টের দ্বারস্থ নওয়াজ শরিফ

সুপ্রিম কোর্টের দ্বারস্থ নওয়াজ শরিফ

পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরোর (এনএবি) দাখিল করা তিনটি দুর্নীতির রেফারেন্স (দুর্নীতির অভিযোগ) চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এতে পৃথকভাবে তিনটি নয়, বরং সমন্বিতভাবে একটি রেফারেন্স দাখিল করতে এনএবিকে নির্দেশ দেওয়ার জন্য সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। নওয়াজের হয়ে তার আইনজীবী মোহাম্মদ কাশিম তীর গতকাল পিটিশনটি দায়ের করেন। পানামা পেপারস কেলেঙ্কারির মামলায় গত ২৮ জুলাই সুপ্রিম কোর্ট তার রায় ঘোষণা করে। রায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করার পাশাপাশি নওয়াজ ও তার তিন সন্তানের বিরুদ্ধে ছয় সপ্তাহের মধ্যে জবাবদিহিতা আদালতে দুর্নীতি রেফারেন্স দাখিলের জন্য এনএবিকে নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে নওয়াজের বিরুদ্ধে দাখিল করা তিনটি রেফারেন্সকে অবৈধ এবং সংশ্লিষ্ট আইন ও সংবিধানের লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। ডন নিউজ।

সর্বশেষ খবর