শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের ঘোষণার আগেই কংগ্রেসে ইরান-বিরোধী প্রস্তাব পাস

মার্কিন প্রতিনিধি পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবে বেআইনি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অপরাধে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এ প্রস্তাব অনুমোদনের ফলে ইরানের জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে মার্কিন সরকারকে সুযোগ করে দেওয়া হলো। এদিকে ট্রাম্প প্রকাশ্যে ইরানের পারমাণবিক চুক্তিতে না থাকার ঘোষণা দিতে পারেন। তবে আপাতত চুক্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা তিনি বলবেন না বলেই আভাস দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি বলেছেন, ট্রাম্প ইরানের সঙ্গে শক্তিশালী দেশগুলোর যে চুক্তি হয়েছে তা আর নবায়ন করবেন না। তবে এ জন্য দেশটির সঙ্গে পুরোপুরি সম্পর্কও নষ্ট করবেন না।

হোয়াইট হাউসে ইরান সম্পর্কে নতুন নীতি শুক্রবারই (বাংলাদেশ সময় ভোর) ঘোষণা করার কথা রয়েছে ট্রাম্পের। বিবিসি।

সর্বশেষ খবর