শিরোনাম
সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় ঝরল ২৩০ প্রাণ

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় ঝরল ২৩০ প্রাণ

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে ২৩০ জনে দাঁড়িয়েছে । এছাড়া আহত হয়েছেন আরও অন্তত দুই শতাধিক। পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য দিয়েছে। তবে বার্তা সংস্থা এএফপি পুলিশের বরাতে নিহতের সংখ্যা ১৩৭ জন বলে নিশ্চিত করে।  সর্বশেষ খবর পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। স্থানীয় সময় শনিবার যমজ বোমা হামলার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রথম বোমাটি বিস্ফোরিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকটবর্তী সাফারি হোটেলের কাছে। এর কয়েক ঘণ্টা পর শহরটির মদিনা এলাকায় দ্বিতীয় গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটে। শহরের কেন্দ্রস্থল যেখানে সরকারি দফতর, হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট অবস্থিত সেখানেই এ হামলা চালানো হয়। আল শাবাবসহ বিভিন্ন ইসলামী জঙ্গিগোষ্ঠীর তত্পরতায় জর্জরিত সোমালিয়ার সাম্প্রতিককালের ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ হামলা। এ ঘটনায় গতকাল থেকেই তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ। দেশটিতে মোতায়েন ইউএস-আফ্রিকা কমান্ডের প্রধান প্রেসিডেন্ট আবদুল্লাহির সঙ্গে সাক্ষাতের দুইদিন পরই এ ঘটনা ঘটল। এদিকে, হামলার দায় কেউ স্বীকার না করলেও অতীতে এ ধরনের হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আল শাবাবকেই দায়ী করা হয়েছে। ২০০৬ থেকে ২০১১ সালের  আগস্ট পর্যন্ত রাজধানী মোগাদিসুর নিয়ন্ত্রণ ছিল এ গোষ্ঠীটির হাতে। আফ্রিকান ইউনিয়ন ও সোমালীয় বাহিনীর যৌথ অভিযানে ২০১১ সালের আগস্টে মোগাদিসু থেকে বিতাড়িত হয় আল শাবাব। বিতাড়িত হলেও এরপর থেকে শহরটিতে নিয়মিতই হামলা চালিয়ে আসছে ইসলামী এ  গোষ্ঠীটি। এপি, বিবিসি, রাশিয়া টুডে।

সর্বশেষ খবর