সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

অভিযোগ প্রত্যাহার

পাকিস্তানভিত্তিক উগ্রবাদী সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদের বিরুদ্ধে আনীত সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে গৃহবন্দিত্ব থেকে তার মুক্তির পথ সুগম হলো। ২০০৮ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ভারত তাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে।  চলতি বছরের জানুয়ারিতে এক অভিযানে হাফিজ সাইদ ও তার কয়েকজন সহযোগীকে আটক করে পুলিশ। হিন্দু অনলাইন।

 

নাজিবের বিরুদ্ধে বিক্ষোভ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিরোধী দল পাকাতান হারাপানের কয়েক হাজার কর্মী-সমর্থক। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্টের কয়েকশ কোটি মার্কিন ডলার অব্যবস্থাপনার অভিযোগে নাজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এ শনিবার বিক্ষোভ করা হয়েছে। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বরে ওয়ান এমডিবির প্রায় ৭০ কোটি মার্কিন ডলার সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর