শিরোনাম
মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
সরকারের আলটিমেটামের জবাব

‘স্বাধীনতার ঘোষণা’ প্রশ্নে অবস্থান অস্পষ্টই রাখলেন কাতালান নেতা

‘স্বাধীনতার ঘোষণা’ প্রশ্নে অবস্থান অস্পষ্টই রাখলেন কাতালান নেতা

কার্লেস পুজমন্ত

‘কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করেছেন কি না’ স্প্যানিশ সরকারের এমন প্রশ্নের জবাবে তা স্পষ্ট করেননি কাতালান নেতা কার্লেস পুজমন্ত। তা না করে বরং তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি নতুন করে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বেধে দেওয়া সময়সীমার শেষ দিন গতকাল সরকারকে এক চিঠিতে এসব কথা লিখেছেন কার্লেস। তবে কাতালান নেতার এমন জবাবে একদমই খুশি হতে পারেনি কেন্দ্রীয় সরকার। স্বাধীনতা ঘোষণা করেছেন কি, করেননি চিঠিতে তা পরিষ্কার করতে কার্লেস সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী সোরাইয়া সায়েঞ্জ দে সান্তামারিয়া। ফলে কার্লেস তার অবস্থান পরিষ্কার করতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিরোধিতা ও আপত্তি এবং আইনিভাবে তা অবৈধ ঘোষণা করার পরও কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে ১ অক্টোবর গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে অংশ নেওয়া ৯০ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে নিজেদের মতামত ব্যক্ত করেন। গণভোটের পর থেকেই স্পেনে ভয়াবহ রাজনৈতিক সংকট শুরু হয়। এ অবস্থায় ১০ অক্টোবর আঞ্চলিক পার্লামেন্টে এক ঐতিহাসিক ভাষণে কাতালোনিয়ার প্রতীকী স্বাধীনতা ঘোষণা করে তাতে স্বাক্ষরও করেন আঞ্চলিক নেতা কার্লেস। অবশ্য পরক্ষণেই তা স্থগিত করে স্প্যানিশ সরকারের প্রতি আলোচনায় বসার আহ্বান জানান তিনি। কার্লেসের ভাষণের পরদিন মাদ্রিদে অবস্থিত কেন্দ্রীয় পার্লামেন্টে ভাষণ দেন প্রধানমন্ত্রী মারিয়ানো মাখোই। কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা করেছেন কিনা তা পরিষ্কার করার জন্য কার্লেসকে পাঁচ দিনের সময়সীমা (গতকাল এর শেষ দিন) বেধে দেন তিনি।  বিবিসি, এপি।

সর্বশেষ খবর