মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ভারতের নৌবহরে নতুন যুদ্ধজাহাজ ‘কিলতান’

ভারতের নৌবাহিনীতে গতকাল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘আইএনএস কিলতান’ নামে নতুন একটি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামন গতকাল অন্ধ্র প্রদেশের বিশাখাপাতনামে ইস্টার্ন নেভাল কমান্ডে এটির আনুষ্ঠানিক কমিশনিং করান। জাহাজটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে বলে বক্তৃতায় বলেন তিনি। আইএনএস কামোর্তা এবং আইএনএস কাদমতর পর ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া সর্বশেষ যুদ্ধজাহাজ হলো কিলতান। কার্বন ফাইবার কম্পোজিট ম্যাটারিয়াল দিয়ে তৈরি দেশটির প্রথম বড় আকারের রণতরী হচ্ছে এটি। পিটিআই।

সর্বশেষ খবর