বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কোরীয় উপদ্বীপে যে কোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ!

কিম ইন রিয়ং

কোরীয় উপদ্বীপে যে কোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ!

কোরীয় উপদ্বীপে যেকোনো সময় পরমাণু যুদ্ধ লেগে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন রিয়ং। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যকার বিদ্যমান সংকট ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে জানিয়ে এ সতর্কবার্তা দিয়েছেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ কমিটিকে নিউইয়র্ক সময় সোমবার এসব কথা বলেছেন রাষ্ট্রদূত কিম রিয়ং।

কোরীয় উপদ্বীপের নিকটবর্তী জলসীমায় সোমবার থেকে পাঁচদিনের যৌথ নৌমহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া বরাবরই এ ধরনের মহড়াকে ‘উস্কানিমূলক’ হিসেবে আখ্যায়িত করে আসছে। চলমান এ মহড়ার মাঝেই উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের তরফ থেকে পরমাণু যুদ্ধের ওই হুঁশিয়ারি এলো। উত্তর কোরিয়া-ই বিশ্বে যুক্তরাষ্ট্রের মারাত্মক ও সরাসরি পরমাণু হুমকির শিকার একমাত্র দেশ বলেও জাতিসংঘকে জানিয়েছেন রাষ্ট্রদূত কিম। দেশটির নেতা কিম জং উনকে অপসারণের লক্ষ্যে ওয়াশিংটন গোপন অপারেশনের পরিকল্পনা করেছিলও বলে অভিযোগ করেন তিনি। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেছেন রাষ্ট্রদূত কিম রিয়ং। তার দেশ কেবল ‘আত্মরক্ষার স্বার্থে’ই এ ধরনের অস্ত্রভাণ্ডার গড়ছে বলে দাবি করেন তিনি। পরমাণু অস্ত্রকে উত্তর কোরিয়ার ‘মূল্যবান কৌশলগত সম্পদ’ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত আরও জানিয়েছেন যে, অন্য কোনো কিছুর বিনিময়ে তার দেশের পরমাণু অস্ত্র কর্মসূচির বিনিময় বা পাল্টানো যাবে না। এদিকে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ঘিরে বিদ্যমান উত্তেজনার সমাধানের প্রচেষ্টায় দেশটির উপর সর্বোচ্চ চাপ আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও জাপান একমত হয়েছে। রাশিয়া টুডে, এপি।

 

সর্বশেষ খবর