বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অশান্ত কিরকুক

শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত কিরকুক শহর ও এর মূল স্থাপনাগুলো দেশটির সরকারি ইরাকি বাহিনী দখলে নেওয়ার পর যুক্তরাষ্ট্র সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নয়ের্ত বিবদমান পক্ষগুলোকে ‘আরও সংঘাত এড়াতে’ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে অনুষ্ঠিত এক গণভোটের তিন সপ্তাহ পর ইরাকি বাহিনী রবিবার কুর্দিদের পেশমেরগা বাহিনীকে হটিয়ে কিরকুকের নিয়ন্ত্রণ নেয়। ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে কুর্দিস্তানের কাছের তেলখনিগুলোর সুরক্ষায় কিরকুকে অবস্থান নিয়েছিল কুর্দি বাহিনী। তখন থেকেই শিয়া অধ্যুষিত শহরটির তাদের নিয়ন্ত্রণে ছিল। ২৫ সেপ্টেম্বরে গণভোটে শহরের কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলোতেও ব্যাপক সাড়া পড়েছিল।  কুর্দিস্তানের সীমানার বাইরে হলেও এখানকার কুর্দিদের ভোট দেওয়ার অনুমতি ছিল। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ গণভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন।  বিবিসি।

সর্বশেষ খবর