বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কঠোর অবস্থানে স্পেন, দুই নেতার ঠিকানা কারাগার

কাতালোনিয়া সংকট

 কাতালোনিয়ার  স্বাধীনতাপন্থি দুটি নাগরিক সংগঠনের শীর্ষ দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে স্পেনের হাই কোর্ট। সোমবার  কাতালান ন্যাশনাল অ্যাসেম্বলির (এএনসি) প্রধান জর্ডি সানচেজ এবং অমনিয়াম কালচারালের প্রধান জর্ডি কুইক্সার্টের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠায় আদালত। স্পেন থেকে স্বাধীন হওয়ার প্রশ্নে ১ অক্টোবরের গণভোটের পর প্রথমবারের মতো শীর্ষ কাতালান নেতাদের কারাগারে পাঠানো হলো। এর মাধ্যমে কাতালোনিয়ার ব্যাপারে মাদ্রিদের কঠোর অবস্থান প্রকাশ্যে এলো। সানচেজ ও কুইক্সার্টের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তি হিসেবে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় স্বাধীনতাপন্থি এক বিক্ষোভের মূল আয়োজক ছিলেন তারা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বার্সেলোনার একটি ভবনের ভিতরে ন্যাশনাল পুলিশের একদল সদস্যকে অবরুদ্ধ করে ফেলে। এদিকে রায় ঘোষণার পর বার্সেলোনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আদালতের এ সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কাতালান সরকারের প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনও। বিবিসি।

সর্বশেষ খবর