বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আদালতে ফের আটকা ট্রাম্পের সিদ্ধান্ত

আদালতে ফের আটকা

ট্রাম্পের সিদ্ধান্ত

আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে যে ভ্রমণ-নিষেধাজ্ঞা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আদালতের আদেশে তা স্থগিত হয়ে গেছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর ছয়টি দেশের বিপক্ষে নিষেধাজ্ঞা দেয়, এগুলো হলো- ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, চাদ। এই ছয়টি দেশ মুসলিম প্রধান দেশ। গত মাসে ওই নিষেধাজ্ঞায় আরও যোগ হয়, উত্তর কোরিয়া এবং  ভেনেজুয়েলা। হাওয়াই অঙ্গরাজ্যের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হনুলুলুর এক ফেডারেল বিচারক ওই নিষেধাজ্ঞায় সাময়িক স্থগিতাদেশ দেন বলে জানিয়েছে বিবিসি। ট্রাম্পের দেওয়া তৃতীয় দফা এই ভ্রমণ নিষেধাজ্ঞা গতকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। স্থগিতাদেশের ফলে এখন নিষেধাজ্ঞার আওতায় থাকা ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা থাকল না। হাওয়াই অঙ্গরাজ্যের আবেদনে উত্তর কোরিয়ার নাগরিক ও ভেনেজুয়েলার কর্মকর্তাদের ব্যাপারে কিছু না থাকায় তাদের ক্ষেত্রে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আদেশ জারি করার সময় বিচারক বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশন ল’ বা অভিবাসী আইনের আওতায় প্রেসিডেন্ট এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। বিবিসি।

সর্বশেষ খবর