শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত হচ্ছে

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত হচ্ছে

স্পেনের সরকার বলছে, দেশটির কাতালোনিয়া অঞ্চল এতদিন ধরে যে স্বায়ত্তশাসন ভোগ করছিল সেটি স্থগিত করা হবে। আগামীকাল থেকে স্বায়ত্তশাসন স্থগিত করার প্রক্রিয়া শুরু করবে স্পেন সরকার। কাতালোনিয়ার নেতা কার্লোস পুজেমন স্বাধীনতা ঘোষণা করার হুমকি দেওয়ার পর এই স্থগিতের পদক্ষেপ নিয়েছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, কাতালোনিয়ার শাসনভার নিতে সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ কার্যকর করার জন্য শনিবার মন্ত্রিসভার বৈঠক হবে। এর আগে কাতালান নেতা পুজেমন বলেছিলেন, স্পেনের ‘দমননীতি চলতে থাকলে’ আঞ্চলিক পার্লামেন্ট স্বাধীনতার প্রশ্নে ভোটের আয়োজন করবে। এই পদক্ষেপে ওই অঞ্চলে অস্থিরতা শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ১৯৭৮ সালে প্রণীত স্পেনের সংবিধানে ১৫৫ ধারা সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে স্পেন সরকার চাইলে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করে সেখানে কেন্দ্রীয় শাসনব্যবস্থা চালু করতে পারবে। মূলত একনায়ক জেনারেল ফ্রাঙ্কোর মৃত্যুর তিন বছর পর ১৯৭৮ সালে গণতান্ত্রিক শাসনের শুরুতে নতুন সংবিধান চালু করে স্পেন। কাতালোনিয়ার স্বাধীনতা চেয়ে গত ১ অক্টোবর গণভোট আয়োজনের পর থেকেই মাদ্রিদ ও বার্সেলোনার নেতাদের মধ্যে সম্পর্কের অচলাবস্থা তৈরি হয়। গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে বলে কাতালান নেতারা দাবি করলেও সেটাকে অবৈধ বলছে স্পেনের কেন্দ্রীয় সরকার।

কাতালোনিয়ার সংকট থেকে ইউরোপের শিক্ষা নেওয়া উচিত: কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে তৈরি হওয়ার সংকট  সামাল দিতে এখন পর্যন্ত ভালো অবস্থায় আছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই। কিন্তু এই সংকট থেকে ইউরোপের শিক্ষা নিতে হবে বলে মনে করেন ডয়চে ভেলের বারবারা ভেসেল। বার্সেলোনার পরিস্থিতি এখন এমন, যা অসহায় মানুষের অনুভূতি মনে করিয়ে দেয়। তার বক্তব্য; ইউরোপের অন্য দেশের সরকারগুলোকে ভাবতে হবে  কীভাবে কাতালোনিয়ার পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেল।

 

সর্বশেষ খবর