শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চীন ঠেকাতে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

চীন ঠেকাতে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

টিলারস

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে ভারতের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চীনকে ঠেকানোই তাদের  মূল কৌশল।  ‘কৌশলগত সম্পর্কে’ ভারতকে ‘অংশীদার’ বলে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘অগণতান্ত্রিক সমাজ হিসেবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন সম্পর্ক     কখনো ছিল না।’ চীনা নীতির সমালোচনা করে টিলারসন বলেন, বেইজিং মাঝেমধ্যে আন্তর্জাতিক আইনের পরিপন্থী কাজ করেছে- দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ এমন একটি উদাহরণ। আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক। তার আগে চীনকে একহাত নিয়ে ভারতের ভূয়সী প্রশংসা করেন তিনি। তবে আগামী নভেম্বর মাসে চীনসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক সম্মেলনে টিলারসন বলেন, ‘চীনের সঙ্গে আমরা   গঠনমূলক সম্পর্ক চাই। বিবিসি ।

সর্বশেষ খবর