শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দিওয়ালিতে কাশ্মীরে সেনাদের সঙ্গে মোদি

দিওয়ালিতে কাশ্মীরে সেনাদের সঙ্গে  মোদি

ভারতের অন্যতম বড় ধর্মীয় উৎসব দিওয়ালি। এই উৎসব দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সময় কাটালেন সেনা জওয়ানদের সঙ্গে। গতকাল সকালেই শ্রীনগর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দূরের গুরেজে পৌঁছান। সেখানে তিনি সেনা জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা এবং মিষ্টি বিনিময় করেন। এ দিন সেনা জওয়ানদের সঙ্গে প্রায় দুঘণ্টা কাটানোর পর মোদি তার অনুভূতির কথা জানান। বলেন, এ যেন পরিবারের সঙ্গে সময় কাটানো। এমন ভালো সময় কাটানোর পর নতুন উদ্যম পাওয়া যায়।

দিওয়ালির সময়ে এই নিয়ে দ্বিতীয় বার জম্মু-কাশ্মীর সফরে গেলেন মোদি। এর আগে ২০১৪ তে কেন্দ্রে সরকার গঠনের পরেই তিনি প্রথমবারের জন্য দিওয়ালিতে উপত্যকায় গিয়েছিলেন। সেই সময় বন্যা বিধ্বস্ত কাশ্মীরে গিয়ে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন। একদিনের জন্য তিনি পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনেও ছিলেন। এনডিটিভি।

 

সর্বশেষ খবর