শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিশ্বব্যাপী দূষণে ৯০ লাখ মানুষের মৃত্যু

বায়ু, শব্দসহ নানামুখী দূষণের প্রাণঘাতী প্রভাব বিশ্বব্যাপীই পরিলক্ষিত হচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, বিভিন্ন ধরনের দূষণে ২০১৫ সালে বিশ্বব্যাপী প্রায় ৯০ লাখ মানুষের অকাল মৃত্যু হয়েছে। এ হিসাবে প্রতি ৬টি মৃত্যুর মধ্যে অন্তত একটি দূষণে হয়েছে। ‘দ্য লানচেট’ জার্নালে বৃহস্পতিবার এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। দ্য লানচেট কমিশন অন পলুশন অ্যান্ড হেলথ গবেষণাটি চালায়। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দূষণের মধ্যে শব্দদূষণই সবচেয়ে বেশি প্রাণঘাতী। কেবল শব্দদূষণেই ওই বছর ৬৫ লাখ মানুষের মৃত্যু হয়। সিএনএন।

আর পানিজনিত দূষণে ১৮ লাখ এবং কর্মস্থলসম্পর্কিত দূষণে প্রায় ৮ লাখ মানুষের মৃত্যু হয়। প্রতিবেদনে এ দুটি দূষণকেই পরবর্তী বৃহত্তম স্বাস্থ্য ঝুঁকি হিসেবে বর্ণনা করা হয়েছে।

সর্বশেষ খবর