শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আরেক দুর্নীতির মামলায় অভিযুক্ত নওয়াজ শরিফ

পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগকারী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে আরেক দুর্নীতির মামলায় অভিযোগ আনা হয়েছে। জাতীয় জবাবদিহিতা ব্যুরো আদালত গতকাল দুবাইভিত্তিক একটি কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এক মামলায় এ অভিযোগ আনে। ‘এফজেডই ক্যাপিটাল’ নামে ওই কোম্পানি থেকে আয়ের কথা নওয়াজ আয়কর কর্তৃপক্ষের কাছে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন বলে সংশ্লিষ্ট বিচারক এক নির্দেশে জানিয়েছেন। নওয়াজ দুর্নীতির এ মামলাকে ‘রাজনৈতিক শিকার’ বলে নিজেকে নির্দোষ দাবি করেছেন। দ্য ডন।

লন্ডনে চারটি ব্যয়বহুল ফ্ল্যাট কেনার সঙ্গে সংশ্লিষ্ট এক মামলায় জবাবদিহিতা কোর্ট বৃহস্পতিবার নওয়াজের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনেন। এ মামলায় নওয়াজের মেয়ে মরিয়ম এবং তার জামাই ক্যাপ্টেন সফদারকেও অভিযুক্ত করা হয়েছে। নওয়াজের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশেই জাতীয় জবাবদিহিতা ব্যুরো নওয়াজের বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো করে। পানামা পেপারস কেলেঙ্কারিতে গত জুলাইয়ে সর্বোচ্চ আদালতটি নওয়াজকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেছিল। পরে অবশ্য তিনি নিজেই প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন।

সর্বশেষ খবর