শিরোনাম
রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চীনা প্রেসিডেন্টকে হাততালি দিতে বিশেষ অ্যাপ

স্মার্টফোনের খেলার অ্যাপ যেখানে ফোন ব্যবহারকারীরা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশে হাততালি দিতে পারে, তা ভাইরাল হয়ে গেছে। এই সপ্তাহে চীনা কমিউনিস্ট পার্টির অধিবেশন উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে এই অ্যাপ। এখানে ফোনের স্ক্রিনে ১৯ সেকেন্ডের মধ্যে প্রেসিডেন্টের উদ্দেশে যতবার খুশি করতালি দেওয়া যাবে। অ্যাপটি তৈরি কমরছে টেনসেন্ট নামে একটি কোম্পানি এবং এই অ্যাপ ব্যবহার করে গত তিন দিনে গেমটি খেলা হয়েছে ১২০ কোটি বার। চীনে প্রেসিডেন্টের প্রতি প্রকাশ্য আনুগত্য দেখানো খুবই সাধারণ একটা ব্যাপার। অধিবেশনের আগে তা আরও বেড়ে যায়। পাঁচ দিনের এই রুদ্ধদ্বার সম্মেলন শেষ হবে মঙ্গলবার। এই অধিবেশন থেকে আগামী পাঁচ বছর চীনের ক্ষমতায় নেতৃত্ব দেবেন কে এবং দেশের রাজনৈতিক দিকনির্দেশনা কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে শি আবার নতুন মেয়াদে  নেতা হতে যাচ্ছেন। অধিবেশন উদ্বোধনের সময় সাড়ে তিন ঘণ্টার ভাষণে তিনি বলেছেন চীন একটা ‘নতুন যুগে’ প্রবেশ করেছে এবং চীনের এখন ‘বিশ্বে ক্ষমতার প্রধান কেন্দ্র’ হয়ে দাঁড়ানোর সময় এসেছে। টেনসেন্ট গেমে অংশগ্রহণকারীদের তার ওই ভাষণের অংশবিশেষ দেখানো হয়েছে যেখানে তিনি তরুণ প্রজন্মের যে ছেলেমেয়েরা বাড়ির মালিক হতে চায় তাদের জন্য আবাসন বাজারে সুরক্ষা দেওয়া নিয়ে এবং দরিদ্র কৃষকদের জীবনমান উন্নত করার বিষয়ে কথা বলেছেন। এরপরই তাদের উৎসাহ দেওয়া হয়েছে ওই বক্তব্য শুনে তারা কত দ্রুত ফোনের স্ক্রিনে ‘করতালি’ দিতে পারে।  বিবিসি।

সর্বশেষ খবর