রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পুজেমন্তকে বরখাস্তের সিদ্ধান্ত স্পেনের

পুজেমন্তকে বরখাস্তের সিদ্ধান্ত স্পেনের

স্পেনের সবচেয়ে ধনী অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতাকে অঙ্কুরেই বিনষ্ট করে দিতে এবার অঞ্চলটির প্রেসিডেন্ট কার্লেস পুজেমন্তকে বরখাস্তের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এ লক্ষ্যে আধা স্বায়ত্তশাসিত এ অঞ্চলটির পার্লামেন্ট ভেঙে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার এক জরুরি বৈঠকের পর গতকাল পার্লামেন্টে এক ভাষণে এসব পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই। সরকারের গৃহীত এসব পদক্ষেপ এখন অনুমোদনের জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে তোলা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিনেটের অবস্থান জানা যাবে। কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে বিতর্কিত এক গণভোট অনুষ্ঠানের প্রায় তিন সপ্তাহ পর কেন্দ্রীয় সরকারের তরফে অঞ্চলটির রাজনৈতিক ক্ষমতা খর্ব করতে কঠোর পদক্ষেপের এ ঘোষণা এলো। স্বাধীনতার প্রশ্নে গত ১ অক্টোবর কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়।  ফলাফলে দেখা যায়, ৯০ শতাংশ কাতালান স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছেন। এ গণভোট ঘিরে কাতালান নেতা কার্লেস পুজেমন্ত ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ চরমে পৌঁছে।  গত ১০ অক্টোবর আঞ্চলিক পার্লামেন্টে এক ভাষণে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করেও পরক্ষণে কেন্দ্রীয় সরকারের প্রতি আলোচনার আহ্বান জানিয়ে তা স্থগিত করে দেন অঞ্চলটির প্রেসিডেন্ট পুজেমন্ত। স্বাধীনতার ঘোষণা প্রশ্নে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য কার্লেস পুজেমন্তকে গত ১৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সময় বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মারিয়ানো। তবে কাতালান নেতা কেন্দ্রীয় সরকারের এ সময়সীমা উপেক্ষা করেন। বিবিসি।

সর্বশেষ খবর