সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মুখোমুখি অবস্থানে মাদ্রিদ ও কাতালান

স্বাধীনতা ইস্যু

কাতালোনিয়ার স্বাধীনতার ইস্যুতে স্পেনে বিদ্যমান সংকট আরও জটিল আকার ধারণ করেছে। স্পেনের সংবিধানের ১৫৫ ধারার আলোকে অঞ্চলটির উপর কেন্দ্রীয় সরকারের সরাসরি শাসন আরোপ মেনে নেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন আঞ্চলিক প্রেসিডেন্ট কার্লেস পুজেমন্ত। ‘স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কি দেননি’ তা পরিষ্কার না করার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার স্বৈরশাসকের মতো আচরণ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের সমুচিত জবাব দিতে পার্লামেন্টে বিশেষ অধিবেশনও ডেকেছেন তিনি। স্পেনের সাংবিধানিক আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও স্বাধীনতার প্রশ্নে ১ অক্টোবর কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৯০ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে মত দেন। বিবিসি।

সর্বশেষ খবর