সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
জাপানে সাধারণ নির্বাচন

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন আবে

প্রধানমন্ত্রী শিনজো আবের ডাকে জাপানে আগাম সাধারণ নির্বাচনে গতকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), টোকিওর প্রথম নারী গভর্নর ইরিকো কইকের নেতৃত্বাধীন কিবো নো তো পার্টি এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির (ডিপি) নেতৃত্বাধীন জোট প্রতিযোগিতা করছে। ৪৭টি প্রদেশে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তা চলে রাত ৮টা পর্যন্ত। ক্ষমতায় যেতে হলে কোনো দলতে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বা ২৩৩ আসন পেতে হবে। নির্বাচনে ক্ষমতাসীন এলডিপিই ফের জয়ী হতে যাচ্ছে বলে নির্বাচনের প্রাক্কালে অনুষ্ঠিত বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে। গতকাল ভোটফেরত জরিপের ফলাফলেও এমনটিই আভাস দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, এলডিপি কমপক্ষে ৩০০টি আসন পেতে পারে। সিএনএন, বিবিসি।

সর্বশেষ খবর