মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পরমাণু যুদ্ধের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

সম্ভাব্য পরমাণু যুদ্ধের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র তার কৌশলগত বি-৫২ বোমারু বিমানগুলোকে সার্বক্ষণিক উচ্চ সতর্কাবস্থায় রাখার প্রস্তুতি শুরু করেছে। এ জন্য লুইজিয়ানার বার্কসডেল বিমান ঘাঁটিতে স্থাপিত শীতলযুদ্ধের সময়ের লঞ্চ প্যাডগুলো মেরামতের কাজ শুরু করেছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম এ ধরনের তৎপরতা চালাচ্ছে  যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর প্রধান জেনারেল ডেভিড গোল্ডফেন সামরিক ওয়েবসাইট ‘ডিফেন্ড ওয়ান’কে একথা জানিয়েছেন।

জাতিসংঘে উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং গত সপ্তাহে সংস্থাটির নিরস্ত্রীকরণ কমিটিতে দেওয়া এক বক্তব্যে হুঁশিয়ারি দিয়েছেন যে, বিশ্বে যেকোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণের প্রসঙ্গ তুলে তিনি এ মন্তব্য করেছেন। ট্রাম্প তার ভাষণে উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণ ধূলিসাৎ’ করার হুমকি দিয়েছিলেন। সম্ভাব্য পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া প্রসঙ্গে জেনারেল গোল্ডফেন বলেন, ‘বিশ্ব একটা বিপজ্জনক জায়গা এবং এখানকার অনেক দেশই খোলামেলাভাবেই পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে কথাবার্তা বলছে।’ এই বিশ্ব আর দ্বিমেরুর (যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন) মধ্যে সীমিত নেই জানিয়ে তিনি বলেন, ‘পৃথিবীর আরও অনেক দেশ এখন পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করেছে। বি-৫২ বোমারু বিমানকে অবশ্য সতর্কাবস্থায় নেওয়ার নির্দেশ এখনো দেওয়া হয়নি বলেও যোগ করেছেন তিনি। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর