মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দাদির জন্মদিনে কংগ্রেসের হাল ধরবেন রাহুল

দাদির জন্মদিনে কংগ্রেসের হাল ধরবেন রাহুল

আগামী মাসের ১৯ তারিখ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন। আর ওই দিনটাতেই দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেসের দায়িত্বভার গ্রহণ করতে পারেন ইন্দিরার নাতি ও বর্তমান সহ-সভাপতি রাহুল গান্ধী। ওই সময় কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীর অভিষেকের জন্য বেঙ্গালুরুতে কংগ্রেসের প্লেনারি অধিবেশন ডাকা হতে পারে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে। সম্প্রতি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ইঙ্গিত দিয়েছেন শিগগিরই কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধীকে দেখতে পাবেন। এরপর কয়েক দফা সোনিয়া গান্ধী দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করেন। সর্বশেষ গত শনিবার নিজের বাসভবনে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন সোনিয়া গান্ধী। বৈঠক চলে রবিবারও। কংগ্রেস সূত্র জানায়, ওই বৈঠকে রাহুল গান্ধীর সভাপতি পদে নির্বাচন ছাড়াও বিজেপিকে মোকাবিলা করার কৌশল নিয়েও আলোচনা চলে। আলোচনায় রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীর কী ভূমিকা হবে তা নিয়েও আলোচনা হয়। এক্ষেত্রে প্রিয়াঙ্কাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে কংগ্রেসের পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতি নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার কথা। নিয়ম অনুযায়ী তারপরেই শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে ছয় দিন এবং মনোনয়ন প্রত্যাহারের জন্য এক দিন বরাদ্দ থাকে। তবে এবারে মনোনয়ন দাখিলের মেয়াদ কমিয়ে পাঁচ দিন করতে পারে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। এই প্রক্রিয়ার মধ্যে না গিয়েও কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সভাপতির নাম ঘোষণা করে দিতে পারে।

এরই মধ্যে কংগ্রেসের রাজ্যস্তর, যুব কংগ্রেস ও কংগ্রেসের নারী শাখা প্রত্যেকেই বর্তমান সভানেত্রীর ওপর পরবর্তী সভাপতি নির্বাচনের গুরুদায়িত্ব ছেড়ে দিয়েছেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের কেউই এখন পর্যন্ত আগ্রহ প্রকাশ করেননি। তাই আজই ওয়ার্কিং কমিটির বৈঠকেও সভাপতি পদে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হতে পারে।

 

সর্বশেষ খবর