সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জাপানে নেমেই ট্রাম্পের হুঁশিয়ারি

এশিয়া সফরে গতকাল জাপানে পৌঁছেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য তাদের সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। ক্ষমতার জন্য যুদ্ধে লড়ে আমেরিকা সব সময় জয়ী হয়েছে। যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে কোনো ব্যক্তি, ক্ষমতাধর জাতি এমনকি কোনো সম্প্রদায় নেই। তিনি আরও বলেছেন, ‘কোনো স্বৈরশাসকেরই’ যুক্তরাষ্ট্রকে অবমূল্যায়ন করা উচিত নয়। জাপানের ইয়োকাতায় মার্কিন নৌ ঘাঁটিতে সেনাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এর মধ্য দিয়ে মূলত ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনকেই ইঙ্গিত করেছেন। ১২ দিনের এশিয়া সফরের প্রথম দিনে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটি গতকাল সকালে টোকিওর পশ্চিমাঞ্চলে ইউকোটা ইউএস এয়ারফোর্স ঘাঁটিতে অবতরণ করে। সেখানে মার্কিন বিমান বাহিনীর সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। এরপর সেনাদের উদ্দেশে দেওয়া  বক্তব্যে ট্রাম্প বলেন, জাপান যুক্তরাষ্ট্রের সহযোগী। বন্ধুপ্রতীম দেশ হিসেবে আমরা সহযোগিতা অব্যাহত রেখেছি। ১৯ মিনিটের বক্তব্যে তিনি উত্তর কোরিয়ার আগ্রাসী ভূমিকা নিয়ে সমালোচনা না করলেও, শত্রুদের মোকাবিলায় সর্বদা সেনাদের প্রস্তুত থাকতে বলেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রণায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানে পৌঁছানোর পর জাপানের সম্রাট আকিহিতোর দেওয়া এক সংবর্ধনায় অংশ নেবেন তিনি। বিবিসি, এএফপি।

 

সর্বশেষ খবর