বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভয়াবহ ভূমিকম্প

ভয়াবহ ভূমিকম্প

ইরান ও ইরাক সীমান্তে স্থানীয় সময় রবিবার রাতে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৭.৩ মাত্রার এ ভূমিকম্পে গতকাল পর্যন্ত অন্তত ৫৪০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় আট হাজার মানুষ। গৃহহীন হয়েছেন আরও কয়েক হাজার। ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশের সীমান্তবর্তী কয়েক হাজার বাড়িঘর। ফলে রাতের বেলা তীব্র শীতে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। উদ্ধারকারীরা দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পাঠাতে হিমশিম খাচ্ছেন। ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল ভূমিকম্পের কেন্দ্রস্থল কারমানশাহ প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সারপোলে-জাহাব পরিদর্শন করেছেন। ভূমিকম্পে সম্পূর্ণ বিধ্বস্ত একটি ভবনের সামনে ইরাকি এক ব্যক্তি গৃহসামগ্রীর ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন —এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর