বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এশিয়া সফর শেষ করে দেশের উদ্দেশে ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এশিয়া সফর শেষ করে গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ছেড়েছেন। সময় না কুলানোয় বার্ষিক পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে (ইস্ট এশিয়া সামিট) যোগ না দিয়েই তিনি এ সফরের ইতি টেনেছেন। এ সম্মেলনে এখন ট্রাম্পের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন যোগ দেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। ট্রাম্পের এশিয়া সফর ১২ দিন স্থায়ী হয়। ১৯৯২ সালের পর এই প্রথম ক্ষমতাসীন (সিটিং) কোনো মার্কিন প্রেসিডেন্ট অঞ্চলটিতে এত লম্বা সফর করেছেন। ওই বছর জর্জ এইচ ডব্লিউ বুশ (সিনিয়র বুশ) দীর্ঘ সময়ের জন্য অঞ্চলটি সফর করেছিলেন।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার বার বার ক্ষেপণাস্ত্র উেক্ষপণ ও পরমাণু অস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে বিদ্যমান তীব্র উত্তেজনার মাঝে ট্রাম্পের এশিয়া সফর অনুষ্ঠিত হয়। এ সফরে তিনি অঞ্চলটির চীনসহ পাঁচটি দেশে  যান। ট্রাম্পের সফর শুরু হয় গত ৫ নভেম্বর জাপান দিয়ে। এরপর তিনি একে একে দ. কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনে যান।  ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান সম্মেলনে যোগদানের মধ্য দিয়েই মূলত ট্রাম্পের এশিয়া সফরের ইতি ঘটে। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর