মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাহুলকে সভাপতি করার প্রক্রিয়া শুরু

কলকাতা প্রতিনিধি

রাহুলকে সভাপতি করার প্রক্রিয়া শুরু

এখন শুধু সময়ের ব্যাপার। তবে বেশি সময় নয়। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী। গতকাল ১০ জনপথে সেই সূচনাটা হয়ে গেছে। প্রত্যাশিতভাবেই সেখানে দলের পরবর্তী সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করে কংগ্রেস ওয়ার্কিং কমিটি এবং তা পাসও হয়ে যায়। কাজেই, সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই কংগ্রেস তার নতুন সভাপতি হিসেবে রাহুলকে পাচ্ছে। দলের সভাপতি পদে রাহুলের অভিষেকের পথ চওড়া করতে গতকাল ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিলেন বর্তমান সভাপতি সোনিয়া গান্ধী। গত ১৭ বছর ধরে সোনিয়াই দলের সভাপতি হিসেবে কাজ চালাচ্ছেন। কিন্তু, গুজরাট ভোটের আগে রাহুলের রাজনৈতিক ওজন আরও বাড়াতে চেয়েছে কংগ্রেস। সেই লক্ষ্যেই তাকে সভাপতির পদে দ্রুত আনা হচ্ছে বলে কংগ্রেস সূত্রের খবর। এদিন দলের ওয়ার্কিং কমিটি বৈঠকের পর কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজওয়ালা বলেন, ‘দলের পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেল। রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেছে ওয়ার্কিং কমিটি। তা পাসও হয়েছে। যদি আর কেউ প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল না করেন, তবে তিনিই দলের পরবর্তী সভাপতি হচ্ছেন।’ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদের নির্বাচনের জন্য আগামী ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর। ওই দিন বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। পরের দিন অর্থাৎ ৫ তারিখ সেই মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর।

সর্বশেষ খবর