মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘কুর্দিস্তানের গণভোট অসাংবিধানিক’

ইরাকের উত্তরাঞ্চলীয় আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটকে অসাংবিধানিক ঘোষণা করেছে দেশটির সুপ্রিম ফেডারেল আদালত। সেই সঙ্গে ভোটের ফলাফলকেও অবৈধ ঘোষণা করা হয়েছে। ফেডারেল আদালত গতকাল এক রুলিংয়ে এসব কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স আদালতের একজন কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে। উল্লেখ্য, কুর্দিস্তান সরকার ইরাক থেকে অঞ্চলটির স্বাধীনতার প্রশ্নে গত ২৫ সেপ্টেম্বর গণভোটের আয়োজন করে। বাগদাদে কেন্দ্রীয় সরকার, প্রতিবেশী ইরান ও তুরস্কের প্রবল বিরোধিতা এবং হুমকি সত্ত্বেও গণভোটের সিদ্ধান্তে অটল থাকে আঞ্চলিক নেতারা। গণভোটে ৭২ শতাংশ স্বাধীনতার পক্ষে মতামত দেন। রয়টার্স।

সর্বশেষ খবর