মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিরিয়ায় ১০ শিশুর আটটিই ‘যুদ্ধশিশু’

সিরিয়ার প্রতি দশটি শিশুর আটটিই ‘যুদ্ধশিশু’ বলে জানিয়েছে আন্তর্জাতিক শরণার্থী অধিকার সংস্থা। বার্তা সংস্থা আনদুলুকে সংস্থাটির সহকারী চেয়ারম্যান আবদুল্লাহ রসুল ডেমিয়ার বলেন, ‘সিরিয়ায় প্রায় ৮০ শতাংশই যুদ্ধশিশু। যাদের মধ্যে এখনো ১৭ লাখ শিশু যুদ্ধকবলিত এলাকাগুলোতে আছে।’ মিডলইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে এক বার্তা দেন আবদুল্লাহ রসুল। বিবৃতিতে তিনি জানান, সিরিয়ার ২০ লাখ শিশু স্কুলে যেতে পারে না। এই গৃহযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরাই। কারণ তারাই সবচেয়ে দুর্বল। লাখ লাখ শিশু তাদের মৌলিক অধিকার বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও সহিংসতার জন্য সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সর্বশেষ খবর