মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

চীনা সেনাবাহিনীতে ১০ ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র

চীনের নতুন প্রজন্মের আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ‘ডংফেং ৪১’ আগামী বছরের শুরুতেই দেশটির সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে। এটি মূলত ১০টি পরমাণু নিউক্লিয়ার (মাল্টি-নিউক্লিয়ার) ওয়ারহেড সংবলিত একটি ক্ষেপণাস্ত্র। চীন ২০১২ সালে প্রথম ‘ডংফেং ৪১’ ক্ষেপণাস্ত্রটির কথা জানায়। শব্দের চেয়ে দশগুণের বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট কিছু যন্ত্র (ডেকয় ডিভাইস ও শাফ) ব্যবহার করে এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র সতর্কতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। এটির আরও বিশেষত্ব হচ্ছে বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। সলিড জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রটির ন্যূনতম পাল্লা ১২ হাজার কিলোমিটার এবং এটি তিন স্তরের। এর অর্থ এটি চীনের মূল ভূখণ্ড থেকে বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে। এটি দশটি পর্যন্ত পরমাণু ওয়ারহেড বহন করে নিয়ে যেতে সক্ষম যার প্রতিটি আলাদাভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। চীনের অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ সংস্থার শু গুয়াংগিউ নামে একজন ঊর্ধ্বতন উপদেষ্টা রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। পিটিআই।

সর্বশেষ খবর